এসেছিলেন প্রশিক্ষণ নিতে, নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার হল সিঙ্গুরের নার্সিংহোম থেকে
বেস্ট কলকাতা নিউজ : এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির সিঙ্গুরে। হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় নার্সিংহোমে এক প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। জানা গিয়েছে, গত বছর বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিং এর জেএনএম-এর জন্য পরীক্ষা দিয়েছিলেন। সার্টিফিকেটের জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত নার্সের নাম দীপালি জানা।

নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিনদিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেন। এরপর বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে উদ্ধার হয়। প্রথমে নার্সিংহোমের কর্মীরা দেহ দেখতে পান, পরে থানায় খবর দেন। পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায়।
এদিকে এই ঘটনায় সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজনও । মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়েন। পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। মৃতের মা জানান “বুঝতেই পারলাম না, কী থেকে কী হয়ে গেল, আমার মেয়েটা ট্রেনিং নিতে এসেছিল, একটা সুস্থ ভাল মেয়ে, কী হল, বুঝতে পারছি না।”