এস আই আর আবহে নবদ্বীপ থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, ব্যাপ চাঞ্চল্য ছড়ালো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নবদ্বীপ : রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালেই নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এদিন তীব্র চাঞ্চল্যও ছড়ায় এলাকায়। এদিকে বহু স্থানীয় বাসিন্দার অভিযোগ—উদ্ধার হওয়া কার্ডগুলোর আসল কপি তাঁদের বাড়িতেই রয়েছে। ফলে কীভাবে একই ভোটার কার্ড রাস্তায় এল, তা নিয়ে এদিন রহস্য আরও গভীর হয়। এদিকে এদিন এই খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । এদিন এই ঘটনার জেরে জোর রাজনৈতিক চাপানউতরও শুরু হয়, এমনকি চরম উদ্বেগও ছড়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে। তারা এও জানান এইভাবে তৈরী হয়ে যায় মানুষের সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস অতি সহজে কিন্তু অবৈধভাবে। আর তার পরিণতি হয় এইরকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *