এয়ার অ্যাম্বুলেন্স ও ই-স্নান পরিষেবা থাকতে চলেছে এবছরের গঙ্গাসাগর মেলায়
বেস্ট কলকাতা নিউজ : পুণ্যার্থীদের পরিষেবায় এয়ার অ্যাম্বুলেন্স ও ই-স্নানের ব্যবস্থা থাকছে এবার গঙ্গাসাগর মেলায়। রাজ্যের মন্ত্রীরাও খতিয়ে দেখছেন এবারে গঙ্গাসাগরের মেলার সার্বিক অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রীও গঙ্গাসাগরে এসেছিলেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে। যাতে মেলায় আসা পুণ্যার্থীদের সামান্যতম অসুবিধা না হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য। কপিল মুনির আশ্রম সাগরদ্বীপে প্রতি বছরই অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা । এই মেলা চলবে আগামী ৮ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত । এই মেলাকে কেন্দ্র করে সাগরদ্বীপে ক্রমেই বাড়ছে আগত পুণ্যার্থীদের ভিড় । এবছরে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হতে পারে বলেও প্রশাসন মনে করছে। এপ্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা শাসক ড. পি উলাঙ্গানাথন বলেন, “এই প্রথমবার দেওয়া হবে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা। দেওয়া হয়েছে ২ টি এয়ার ও ৪ টি ওয়াটার অ্যাম্বুলেন্সও । পাশাপাশি বিশেষ প্রয়োজনের জন্য ১ টি হেলিকপ্টার থাকবে সর্বক্ষণ-এর জন্য, সঙ্গে থাকবে ফ্লাইং স্কয়্যাডের ৬ টি দল ।”