এ বছর সারা বাংলার মধ্যে কালী পুজোয় সেরা চমক হতে চলেছে শিলিগুড়ির জাতীয় তরুণ সংঘ ক্লাব
শিলিগুড়ি : সারা বাংলার মধ্য কালী পুজোয় সেরা চমক হতে চলেছে শিলিগুড়ির জাতীয় তরুণ সংঘ ক্লাব। প্রতিবছরই বাংলার সেরা পুজোর মধ্যে জায়গা করে নেয় এই জাতীয় তরুণ সংঘ ক্লাবটি। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। এদিকে ক্লাবের এক কর্মকর্তা জানান আমরা চেষ্টা করি ভালো পুজো করার। এবং মানুষকে আনন্দ দেওয়ার, মা কালী মানুষকে সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করে থাকেন, তাই আমাদের মায়ের কাছে অনুরোধ তিনি যেন আমাদের সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আমাদের এই পুজো দেখতে শুধু শিলিগুড়ি কেন সারা বাংলা থেকেই মানুষ আছেন পুজো দেখতে। মা কালী সবার মঙ্গল করবেন, এই বিশ্বাসে এত মানুষ আসেন এখানে। আর আমাদের ক্লাব মানুষের মধ্য সেই চেতনাকে আরও বাড়িয়ে দেয়।
