আনুমানিক ১ কোটির বেশি বাজার মূল্যের ৩ কেজি সোনার বিস্কুট উদ্ধার হল শিলিগুড়িতে ! , ধৃত ১ অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৩ কেজি সোনার বিস্কুট উদ্ধার হল শিলিগুড়িতে । এমনকি ঘটনায় ধৃত এক অভিযুক্ত । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয় মালদা থেকে শিলিগুড়িগামী একটি বাস থামিয়ে। আর তখনই উদ্ধার হয় ২০টি সোনার বিস্কুটের বাট। এই ঘটনায় গ্রেফতার করা হয় হাওড়ার বাসিন্দা অমিত শাহকে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর ধৃতকে গতকাল রবিবার শিলিগুড়ি আদালতে তোলে।

এদিকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে খবর তল্লাশি চালানোর সময় সোনার বাটগুলি গোপনাঙ্গের কাছে তিনটি জাঙ্গিয়া দিয়ে লুকানো ছিল। এদিকে রাজস্ব গোয়েন্দাদের অনুমান উদ্ধার হওয়া সোনাগুলো বার্মা-র বলেই। উদ্ধার সোনার পরিমাণ ৩ কেজি ৩২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা বলে জানা গেছে। এত পরিমাণ সোনার বিস্কুট কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর ইতিমধ্যেই তার তদন্ত শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *