এ যেন রাখে হরি মারে কে! রেলকর্মী এক যাত্রীকে উদ্ধার করলেন মেট্রো লাইন থেকে
বেস্ট কলকাতা নিউজ : প্রায়ই শোনা যায় মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনা। কলকাতা মেট্রোতে এমন ঘটনা নতুন নয়। তবে এক ব্যক্তি বেঁচে গেলেন সেই মেট্রোর লাইনে পড়ে গিয়েও । কথায় বলে রাখে হরি মারে কে! এ যেন তেমনই ঘটনা। ওই লাইনে পড়লে সাধারণ বাঁচার আশা থাকে না। লাইনে কাছে যাতে কেউ না যান, সে ব্যাপারে বারবার সতর্ক করা হয়। কিন্তু ওই মুহূর্তেই মেট্রোর এক কর্মী ওই ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন।
জানা গেছে ওই ব্যক্তি স্টেশনে অপেক্ষা করছিলেন মেট্রো ধরার জন্য । নেতাজি ভবন স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই রেল লাইনে পড়ে যান তিনি। কী করবেন কিছু বুঝতে পারছিলেন না তিনি। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে মেট্রোর এক কর্মী তৎক্ষণাৎ দেখতে পান । সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান ও ওই ব্যক্তিকে ট্র্যাক থেকে উদ্ধার করেন। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেশন সুপারিন্টেন্ড্যান্টের অফিসে। ওই ব্যক্তির কাছ থেকে ফোন নম্বর নিয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাঁর পরিবারের লোকজন এসে নিয়ে যান ওই ব্যক্তিকে। এভাবে প্রাণে বেঁচে যাওয়ায় আপ্লুত ওই ব্যক্তি। তিনি ধন্যবাদ জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষকে।