এ রাজ্যে শিক্ষক নিয়োগে ‘বড়সড় বদল’ আনল রাজ্য সরকার
বেস্ট কলকাতা নিউজ : ইন্টারভিউ প্রক্রিয়ায় আনা হবে বদল এ কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সরস্বতী পুজোর দিনে শিক্ষকদের দেশের গর্ব বলে তিনি আরও বলেন সেবার সাথে সাথে শিক্ষকরা যাতে তাদের পরিবারকেও সময় দিতে পারেন সেই কারণেই বদল আনা হবে ইন্টারভিউ প্রক্রিয়াতেও।এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ নতুন নিয়মে, সবটাই অবশ্য ওয়েবসাইটে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেছেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও , যাতে নতুন প্রজন্ম শিক্ষক হতে পারে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো রকম দীর্ঘসূত্রিতা না থাকে সেই কারণেই চালু হয়েছে এই নতুন নিয়ম। পাশাপাশি রাজ্য সরকারের তরফে বিশেষ জোর দেওয়া হচ্ছে কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কারণ স্কুলে কম্পিউটার শিক্ষা থাকলেও কম্পিউটার শিক্ষকের অভাব রয়েছে তার জন্য। পাঠ্যসূচিতে কম্পিউটার শিক্ষার উপর জোর দিতে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে।সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এখন থেকে নিজের জেলাতেই নিয়োগ করা হবে শিক্ষকদেরকে এবং এই একই নিয়ম প্রযোজ্য হবে বদলির ব্যাপারেও। শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই সুখবরকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আখ্যা দেন ‘ঐতিহাসিক’ বলেও।