ওয়াকফ আইন কোনো ভাবেই লাগু হবে না এ রাজ্যে ‘, স্পষ্ট বার্তা দিয়ে রাজ্যবাসীকে সংযত থাকার আহ্বান জানালো মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রতিবাদের বহর বেশ বেশি। চলছে রাস্তা অবরোধ, রেললাইনে ট্রেন আটকানোর মতো ঘটনা। এতেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শান্ত ও সংযত থাকার বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির সাফ কথা, ” আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?”

কী লিখেছেন মুখ্যমন্ত্রী? নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বাংলার সকল ধর্মের মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। লিখেছেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।”

নয়া ওয়াকফ আইন নিয়ে রাজ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহল দাঙ্গা কিসের?” এরপর মমতা ব্যানার্জির হুঁশিয়ারি, “আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *