ওয়ার্ড উৎসব ” উন্মিলন” এর সমাপ্তি অনুষ্ঠানে মেয়র সম্বর্ধনা দিলেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী এবং তার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী কে
শিলিগুড়ি : নিজের ওয়ার্ড ৩৩ নম্বরে ওয়ার্ড উৎসব ” উন্মিলন” এর সমাপ্তি অনুষ্ঠানে মেয়র সম্বর্ধনা দিলেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী এবং তার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীকে। পিতা এবং কন্যার গানের ছোঁয়ায় মুখরিত হয়ে গেল শহর শিলিগুড়ি। এদিন বসে এমনকি গানও শুনলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। একের পর এক গান করে নচিকেতা মাতালেন শহর শিলিগুড়ির মানুষকে। কম গেলেন না তার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী ও। সন্ধ্যা মেতে উঠলো অসাধারণ সংগীতের মূর্ছনাতে।
এদিন মেয়র জানান আমি নিজেও যথেষ্ট গর্বিত বলে মনে করছি, আমার অনুষ্ঠান ধন্য হয়ে গেল এই গানের সুরে। উপস্থিত দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন এই গান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলার এবং এম এমআইসি রাও। মেয়র এদিন আরোও জানান অনেকদিন ধরে ইচ্ছে ছিল নচিকেতার গান শোনার, নিজের জায়গায় বসে সেই উপভোগ আমার কাছে এক অসাধারণ অনুভূতি হয়ে থাকলো। আশা করি ওয়ার্ডের মানুষ এক সঙ্গে উপভোগ করলেন এই সংগীতানুষ্ঠান।