কাকের দল ঘিরে ধরল কাটা ঘুড়ির সুতোয় আটকে যাওয়া ঈগল পাখিকে, এমনটাই ছবি ধরা পড়লো জলপাইগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডানায় সুতো আটকে বাদুড় ঝোলার মতো গাছে ঝুলতে থাকে ঈগল পাখি। এরপরই এলাকার লোকজনের নজরে পড়ে সেই দৃশ্য। জলপাইগুড়ির দিনবাজার ব্রিজের পাশে একটি বহু পুরনো গাছ। সেই গাছের মগডালে আটকে থাকা ঘুড়ির সুতোয় কোনওভাবে ডানা আটকে যায় একটি ঈগলের (Eagle Recover)। এরপর তার প্রাণপণ লড়াই মুক্ত হওয়ার জন্য। তিনদিন ধরে ছটফট করছিল পাখিটি। চারপাশে উড়ে চলেছে কাকের দল।অবশেষে পরিবেশ কর্মীরা এসে তাকে মুক্ত করে সোমবার। তিনদিন পর খোলা আকাশে মুক্তির স্বাদ পায় ঈগলটি। এলাকার লোকজন জানান, বহু পুরনো এই গাছ। তাতে কেটে যাওয়া ঘুড়ির সুতো জড়িয়ে ছিল। ঈগলটি ওড়ার সময় কোনওভাবে ওই সুতোয় আটকে যায়। এরপর বাঁচার জন্য তার নাগাড়ে ছটফটানি। ডানায় সুতো আটকে বাদুড় ঝোলার মতো গাছে ঝুলতে থাকে ঈগল পাখি। এরপরই এলাকার লোকজনের নজরে পড়ে সেই দৃশ্য। খবর দেওয়া হয় পরিবেশ কর্মীদের। প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে ওই পাখিকে উদ্ধার করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *