ওড়িশায় মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে নৃশংস খুন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক শ্রমিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দেশের ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে অব্যাহত চরম পর্যায়ে বাঙালি নির্যাতন। রুটিরুজির সন্ধানে গিয়ে ফের জীবন দিতে হল আরও এক বাঙালি শ্রমিককে। এবারও ঘটনাস্থল বিজেপি শাসিত ওড়িশা। মুর্শিদাবাদের এক শ্রমিককে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। জখম হল আরও একজন। এদিকে গোটা ঘটনায় ওড়িশা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে।

জানা গিয়েছে, ওড়িশার সম্বলপুরে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের সূতির দুই বাসিন্দা। বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের হাতে চরম আক্রান্ত হন তাঁরা। ঘর থেকে বের করে দু’জনকে ব্যাপক মারধর করা হয়। অভিযোগ, ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে আসে। রক্তাক্ত অবস্থায় দুই পরিযায়ী শ্রমিকদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছে গিয়েছে। আক্রান্ত এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকও। মৃতের নাম জুয়েল রানা। বাড়ি সূতির চক বাহাদুরপুর। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য ,কখনও বাংলাদেশি তকমা, কখনও চুরির অপবাদ- কোনও না কোনও অজুহাতে গত কয়েকমাসে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। এনিয়ে ইতিমধ্যে চরম ক্ষোভও উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *