ওয়াকফ-প্রতিবাদীরা সামিল হল রামলীলা অভিযানে , ব্যারিকেড ফেলে ভাঙড়েই আটকে দিল পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : ওয়াকফ আইন নিয়ে ফের বাংলার চড়ল উত্তেজনার পারদ। মালদা-মুর্শিদাবাদের পর এবার শিরোনামে উঠে এলো ভাঙড়। সেখানে জারি রয়েছে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। যার জেরে কার্যত অবরুদ্ধ বাসন্তী হাইওয়েও । জানা গিয়েছে, এদিন রামলীলা ময়দান অভিযান নেমেছিলেন আন্দোলনকারীরা। ওয়াকফ আইনের প্রতিবাদে সেখানেই ছিল কর্মসূচি। কিন্তু তার আগেই বিক্ষোভকারীদের রুখে দেয় পুলিশ। চাপিয়ে দেয় ব্যারিকেড। আর তাতেই চড়ে উত্তেজনার বিশাল পারদ। আবার ব্যারিকেড ভাঙার চেষ্টাও চালান বিক্ষোভকারীরা।

এদিকে পুলিশের দাবি, রামলীলা ময়দানে যে ওয়াকফ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, সেই প্রসঙ্গে আগে থেকে থানায় কোনও অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। এদিন প্রশাসনিক অনুমোদন ছাড়াই সন্দেশখালি, মিনাখাঁ, ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা ময়দানের দিকে আসতে শুরু করেন। তখনই তাদের বাসন্তী হাইওয়েতে রুখে দেয় পুলিশ, এক বিক্ষোভকারীর আবার দাবি, ‘পুলিশ আমাদের হঠাৎ এখানে আটকে দিল। বলছে, আমাদের নাকি কোনও বৈধ অনুমতি নেই। তাই অন্য জায়গায় গিয়ে বিক্ষোভ দেখাতে। কিন্তু আমরা অন্য জায়গায় কেন যাব? আমাদের বাধা দেওয়া হচ্ছে।’