কমপক্ষে ৭ জওয়ান এর মৃত্যু হল ভয়াবহ ভূমিধসে ! নিখোঁজ প্রায় ৪৫
বেস্ট কলকাতা নিউজ : মণিপুরে টুপুল ইয়ার্ডে ভয়াবহ ধস নামলো খারাপ আবহাওয়ার ফল। রেলওয়ে সেনাবাহিনীর জওয়ান ,স্থানীয় বাসিন্দা সমেত প্রায় ৪৫ জন নিখোঁজ হয় এই ভূমিধসের ঘটনায়। এক সরকারি আধিকারিক এও জানিয়েছেন, টুপুল রেলস্টেশনের কাছে মোতায়েন করা ছিল ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি ১০৭ জন জওয়ান।


তবে ধসের ফলে জওয়ানরা ছিটকে গিয়েছেন নাকি মারা গিয়েছেন সেই বিষয় স্পষ্ট করে কিছু জানা যায়নি। পরে উদ্ধারকাজও শুরু করা হয়। প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে। এতে নিচু এলকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।ডেপুটি কমিশনার বলেন, দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে। তাতে অনেকে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন।