করোনার দৌরাত্ম্য , দিল্লীতে ফের বন্ধ হল সমস্ত বেসরকারি অফিস
বেস্ট কলকাতা নিউজ : দেশে মারন ভাইরাস করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে চলেছে প্রায় প্রতিদিনই। এদিকে প্রকোপও ক্রমশ বাড়ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণেরও। এই পরিস্থিতিতে দিল্লি প্রশাসন ফের চালু করল ওয়ার্ক ফর হোম।এ বার রাজধানীতে সমস্ত বেসরকারি কার্যালয় বন্ধ হতে চলেছে হোটেল, রেস্তরাঁ, পানশালায় বসে পানভোজন বন্ধ করার পর। কর্মীরা অফিসের কাজ সারবেন বাড়িতে বসেই । সেই মর্মেই কেজরিবালের দিল্লি সরকার জারি করেছে নতুন এক নির্দেশিকা।
তবে ‘দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ এই তালিকায় জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাকে অবশ্য ছাড় দিয়েছে। দিল্লির রেস্তরাঁ, হোটেলে বসে খাওয়া দাওয়া ইতিমধ্যেই বন্ধ হয়েছিল ওমিক্রন-সংক্রমণ মোকাবিলায়। এমনকি বলা হয়েছিল, খাবার কিনে তা বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে। চালু থাকবে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এতদিন সরকারি ও বেসরকারি অফিস চালু ছিল ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে। এ বার সেই নিয়মে বদল আনল ডিডিএমএ। নয়া নির্দেশিকায় বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বেসরকারি অফিস। বাড়ি থেকে কাজ করবেন ওই সমস্ত অফিসের ১০০ শতাংশ কর্মী ।