উপযুক্ত নয় একাধিকবার বুস্টার ডোজ, হু নতুন ভ্যাকসিনের খোঁজে সংক্রমণ রোধ করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৫০ শতাংশের বেশি মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের৷ অনেকেই আবার অস্বীকার করছেন করোনার ভ্যাকসিন নিতে৷ বিশেষজ্ঞরাও উপযুক্ত ভ্যাকসিনের খোঁজে দিনরাত এক করছেন করোনা সংক্রমণের পর থেকে৷ এখনও পর্যন্ত অনেকেই আবার প্রশ্ন তুলেছেন যা ভ্যাকসিন ভারতের বাজারে এসেছে তার কার্যকারিতা নিয়ে৷ এরকম পরিস্থিতিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন ভূমিকায় সেই প্রশ্নই জোরাল হল ভ্যাকসিনের কার্যকারিতায়৷

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণ রোধে শুরু করেছে নতুন ভ্যাকসিনের সন্ধানও৷ নতুন ভ্যাকসিনের জন্য আহ্বান জানাচ্ছেন হু এর বিশেষজ্ঞরাও৷ কারণ, তাঁদের মতে বারবার কোভিড বুস্টার ডোজ উপযুক্ত কৌশল নয়৷ তবে, করোনার বিরুদ্ধে বর্তমানে যে কয়টি ভ্যাকসিন বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকেও৷ তাদের আরও যুক্তি, যে কোনও ভ্যাকসিন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরেই অনুমতি দেওয়া হয় মানুষের শরীরে প্রয়োগের জন্য৷ সঙ্গে সেই নির্দিষ্ট ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে স্পষ্ট করে জানানো হয়৷ সুতরাং, যথেষ্ট কার্যকারিতা আছে বর্তমান বিশ্বের বাজারে বিভিন্ন দেশের করোনা ভ্যাকসিনেরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *