করোনা আবহে বিশ্বভারতীতে এবছরে হচ্ছে না পৌষমেলার কোনো রকমের আয়োজন
বেস্ট কলকাতা নিউজ : শান্তিনিকেতনে আপাতত পৌষমেলা হবে না এ বছর। সোমবার এমনি এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্বভারতীর কোর্ট কমিটির বৈঠকে। তবে পৌষ মেলা না হলেও পালিত হবে পৌষ উৎসব।বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আশ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের একটা বড় অংশই।বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, চলতি বছরে পৌষমেলা হবে না করোনার কারণেই। তবে পৌষ উৎসবের আয়োজন করা হবে। তবে স্বাভাবিকভাবেই বোলপুরবাসী-সহ গোটা বাংলার মানুষের মুখভার দীর্ঘদিনের মেলা বন্ধের খবরে।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্বভারতী কতৃপক্ষ নজিরবিহীন অশান্তির মুখে পড়েছিল মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে। এমনকি সেই অশান্তির জল গড়ায় আদালত পর্যন্তও। সেসবের মাঝেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, এ বছরও পৌষমেলা হবে। চারদিন মেলা হবে পরিবেশ আদালতের নির্দেশিকা মেনেই। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত বদল করল করোনা পরিস্থিতি বিবেচনা করেই।জানা গিয়েছে, পালিত হবে পৌষ উপাসনা, পরলোকগত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠা বার্ষিকী পালন, সমাবর্তন এবং খ্রিষ্টোৎসব অনুষ্ঠানগুলি।