করোনা চিকিত্সায় ককটেল থেরাপি শুরু হচ্ছে রাজ্যের চারটি হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের স্বাস্থ্য দফতর চিকিত্সা ব্যবস্থার পরিকাঠামো আরও মজবুত করতে বিশেষ নজর রাখছে এ রাজ্যে করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আগেই।এবার ককটেল থেরাপি শুরু হচ্ছে রাজ্যের চারটি হাসপাতালে। জানা গেছে চলতি সপ্তাহেই ককটেল থেরাপির প্রয়োগ শুরু হবে কলকাতা মেডিক্যাল, শম্ভুনাথ পণ্ডিত, এমআর বাঙুর ও আইডিবিজি হাসপাতালে । সম্প্রতি ককটেল থেরাপি প্রয়োগের ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন । এর আগে ককটেল থেরাপি প্রয়োগ করা হয়নি রাজ্যের কোনও সরকারি হাসপাতালে। তবে দুইজন করোনা রোগীকে এই থেরাপির সাহায্যে সুস্থ করে তোলা হয় একটি বেসরকারি হাসপাতালে। পার্শ্ব প্রতিক্রিয়া সাময়িক হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ৭০ বছরের বৃদ্ধা এবং ৫৪ বছরের প্রৌঢ় দুজনেই সুস্থ আছেন বলেই।
অনেকেই বেসরকারি হাসপাতালে এই ওষুধ ব্যবহার করতেও দ্বিধা জানিয়েছেন অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যয়বহুল বলেই। কিন্তু সরকারি হাসপাতালে এর প্রয়োগ শুরু হওয়ায় বহু নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র মানুষ এর সুবিধা পাবেন। এই চিকিত্সার একটি ইঞ্জেকশনের দাম ৬০ হাজার টাকা। তবে করোনা আক্রান্ত হলেও নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এই থেরাপির সুবিধা পাবেন। স্বাস্থ্য দফতর থেকে ঘোষণা করা হয়েছে, এই ওষুধ প্রয়োগ করা যাবে ১২ বছরের ঊর্ধ্বে এবং ওজন ৪০ কিলোগ্রামের বেশি হলে তবেই। এমনকি হাসপাতালে চিকিত্সাধীন হয়েও যাঁদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন নেই কিন্তু চিকিত্সার প্রয়োজন জরুরি ভিত্তিতে, এই ইঞ্জেকশন দেওয়া হবে তাঁদের ক্ষেত্রেই।