করোনা ভাইরাস মিলল আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জনের শরীরে
বেস্ট কলকাতা নিউজ :তাঁরা দেশে ফিরেছেন সুদূর আফগানিস্তান থেকে। তাঁরা ফিরেছেন জঙ্গিদের কবল থেকে প্রাণ হাতে করে। কিন্তু করোনা বাসা বেঁধেছে সেই ‘ঘরে ফেরা’দের মধ্যে অনেকের শরীরেই। মঙ্গলবার যে ৭৮ জন আফগানিস্তান থেকে এ দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে পজিটিভ এসেছে ১৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট। তাঁদের সকলকেই আপাতত কোয়ারান্টাইনে রাখা হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে।বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন ৭৮ জনই। প্রথমে কাবুল বিমানবন্দর থেকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল আফগানিস্তান ছেড়ে আসা এই সমস্ত লোকেদের। তারপর সেখান থেকে তাঁদের দিল্লিতে আনে ভারতীয় বিমান। ২৫ জন ভারতীয় নাগরিক ছিলেন এই ৭৮ জনের মধ্যে।
ভারতে আসার পর প্রথমেই কোভিড টেস্ট করা হয় তাঁদের। সেই টেস্টের ফলে জানা গেছে ১৬ জন সংক্রমিত হয়েছেন করোনায়। এমনকি বাকিদেরকেও কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে তাঁদের সঙ্গে থাকার জন্য। আপাতত কেউ ফিরতে পারছেন না নিজের নিজের বাড়িতে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৬২৬ জনকে উড়িয়ে আনা সম্ভব হয়েছে আফগানিস্তান থেকে। তাঁদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক , এছাড়া ৭৭ জন হলেন আফগানি শিখ।