জিএসটি ক্ষতিপূরণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অর্থমন্ত্রকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জিএসটি চালু করার সময় শর্ত ছিল পর্যাপ্ত পরিমানে আয় না হলে কেন্দ্র সরকার ক্ষতি পূরণ দেবে রাজ্য সরকার গুলিকে। সেই শর্তের কথা ভেবেই এখন চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কর্তারা ৷ কারণ দেশের অর্থনীতির ঝিমুনির কারণেই সেই প্রতিশ্রুতি পালন কঠিন হয়ে উঠেছে মোদী সরকারের কাছে।

জিএসটির অধীনে থাকা বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপর অতিরিক্ত সেস বসিয়ে কেন্দ্রে সরকার রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা চিন্তা করেছিল। কিন্তু বাজারে কেনাকাটা ক্রমশ কমেছে অর্থনীতির বেহাল দশার কারণে। যে কারণে একদিকে যেমন কেন্দ্র ও রাজ্যের আয় কমেছে জিএসটি বাবদ তেমনই আবার আয়ও ধাক্কা খাচ্ছে সেস বাবদ। অর্থ মন্ত্রক হিসেব করে দেখেছে, ২০১৯-২০ আর্থিক বছরের শেষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে প্রায় ১.৬০ লক্ষ কোটি টাকা দিতে হবে কেন্দ্রকে। সেখানে সেস বাবদ আয় হতে পারে ৯৭,০০০ কোটি। বছরের শুরুতে ৪৮,০০০ কোটি টাকা ছিল এই সেস তহবিলে । তা হলে সব মিলিয়ে কেন্দ্রের হাতে থাকছে ১.৪৫ লক্ষ কোটি টাকা। ফলে ঘাটতি দেখা যাবে ১৫,০০০ কোটি টাকার।তা ছাড়া জিএসটি চালুর সময় ধরা হয়েছিল, ২০১৫-১৬ সালের ভিত্তিতে বছর বছর ১৪% হারে রাজ্যগুলির আয় বাড়বে রাজস্ব বাবদ। না-হলে সেই ঘাটতি পূরণ করবে কেন্দ্র। অর্থ মন্ত্রকের কর্তাদের আরও আশংকা, দেশে চাহিদার যা অবস্থা, তাতে কোনও রাজ্যেরই পক্ষে রাজস্ব বাড়ানো সম্ভব নয় ওই হারে৷ সেক্ষেত্রে কেন্দ্রের উপর চাপবে মোটা অংকের ক্ষতিপূরণের দায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *