কর্তৃপক্ষ চরম অতিষ্ঠ জেলে সঞ্জয়ের দুর্ব্যবহারে , ফের শাস্তির মুখে আরজি কর-কাণ্ডের দোষী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের উপর নির্মম অত্যাচার চালায় সঞ্জয় রায় ৷ সেই ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে আজীবন কারাবাসে রয়েছে সঞ্জয় ৷ সংশোধনাগারের চৌহদ্দির মধ্যে বছরখানেক ধরে রয়েছে সে ৷ তার পরও সঞ্জয়ের মধ্যে বিন্দুমাত্র বদল ঘটেনি ৷ অন্তত প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে তেমনটাই খবর মিলেছে ৷ ওই সূত্র বলছে যে ফাঁসি না-দিয়ে আদালত সঞ্জয়কে আজীবন কারাবাসে পাঠিয়েছে ৷ এর অর্থ নিজেকে সংশোধনের সুযোগ তার কাছে আছে ৷ কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার তো দূরঅস্ত ! উলটে সংশোধনাগারের মধ্যে সকলের সঙ্গে দুর্ব্যবহার করছে সঞ্জয় ৷ তাকে যে কাজ দেওয়া হচ্ছে, তা ঠিকমতো করছে না সে ৷ ফলে এবার জেলের মধ্যেই শাস্তি পেতে চলেছে আরজি কর ধর্ষণ-খুন মামলার দোষী সঞ্জয় রাই৷

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, সঞ্জয় রায়কে শুরুতে বাগান পরিচর্যার কাজ দেওয়া হয় ৷ নিয়ম অনুযায়ী, প্রথমে শিক্ষানবীশ হিসেবে কাজ করতে হয় ৷ তার পর স্থায়ীভাবে কাজ করতে দেওয়া হয় ৷ শুরুর দিকে নিয়ম মেনেই কাজ করছিল সঞ্জয় ৷ পরের দিকে নিয়ম অমান্য করতে শুরু করে সে ৷ প্রথমে সহ-বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে সঞ্জয় ৷ পরবর্তীতে সংশোধনাগারের কর্মী-আধিকারিকদের সঙ্গেও দুর্ব্যবহার করছে ৷ কারও কথা শুনতে চাইছে না ৷ সঞ্জয় রায় অদক্ষ শ্রমিকদের দলে পড়ে ৷ সে একসময় পেশাদার বক্সার ছিল ৷ পরে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করে ৷ কিন্তু জেলে তার একটাই পরিচয়, সাজাপ্রাপ্ত আসামী ৷ কিন্তু তার আচার-ব্যবহারে সেটা প্রকাশ পাচ্ছে না বলেই সূত্র মারফত জানা গিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *