কলকাতার তাজ বেঙ্গলে কলকাতার মেয়র এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : কোলকাতার তাজ বেঙ্গলে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের অন্যান্য সকল সম্মাননীয় সদস্যদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্যের উল্লেখযোগ্য পৌরনিগম, পুরসভা তথা জেলাপরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।
মেয়র ববি হাকিম জানান গোটা বাংলায় পুরসভা গুলোকে উন্নত করে তুলতে চেষ্টা করছি আমরা। মানুষকে পরিষেবা দাওয়াই আমার মূল লক্ষ্য। তাই যেভাবেই হোক যত পুরসভা আছে সব পুরসভা কেই দেখতে হবে আমাকে। পুরসভা গুলি সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারে এই জিনিসটা আমরা দেখব। কারণ পরিষেবা দেওয়া হবে যে কোন শহরকে উন্নত করার ভিত্তিতে। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনা একটাই লক্ষ্য কিভাবে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র এমএমআইসি এবং অন্যান্য সদস্যরা। মেয়র গৌতম দেব এদিন কলকাতার মেয়রের স্বপক্ষে যুক্তি দেন। তিনিও জানান যে কোন পুরসভার উন্নতির মূলেই থাকবে মানুষকে এবং জনসাধারণকে পরিষেবা দাওয়া। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে চলবার কথা বলেন।