কলকাতায় কিছু জায়গায় হতে পারে কড়া লকডাউন, আজ ঘোষণার সম্ভাবনা নবান্ন থেকে
বেস্ট কলকাতা নিউজ : সোমবারই নবান্নের বারান্দায় কানাঘুষো শোনা যাচ্ছিল, ফের কড়া লকডাউন ঘোষণা হতে পারে শহর কলকাতায় বেশ কিছু জায়গায়। কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের প্রধান তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কী কড়া পদক্ষেপ হতে পারে তা নিয়ে বৈঠক হয়েছে। এ বিষয় আজ ঘোষণা করা হতে পারে নবান্ন থেকে। ফিরহাদ হাকিমকে সাংবাদিকরা এমনকি এও প্রশ্ন করেন যে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছিল। কী সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে ? পুরমন্ত্রী তখন বলেন, ‘এ নিয়ে বৈঠক হয়েছে। ঘোষণা হবে নবান্ন থেকে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসন তো আর কলকাতা পুরসভার হাতে নেই। তাই এটা ঘোষণা করবে রাজ্য সরকারই।’ আবার এ আলোচনাও রয়েছে সরকারের অনেকের মধ্যে, যে সংক্রমণের গ্রাফ নামাতে পুরো কলকাতাতেই সম্পূর্ন লকডাউন ঘোষণা করা হতে পারে কয়েক দিনের জন্য।
সূত্রের খবর, সোমবার সন্ধে থেকেই ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বাগবাজার, শরত্ বোস রোড, এলগিন রোড, চক্রবেড়িয়া রোড, জাস্টিস মাধবচন্দ্র রোডের মতো বেশ কিছু রাস্তায়। রাজ্যে মোট আক্রান্তের এক তৃতীয়াংশই শহর কলকাতায়। এদিনের বুলেটিনে দেখা গিয়েছে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৬১ জন। তার মধ্যে ২৮১ জনই শহর কলকাতার।