ক্ষেত্রপাল পুজো উপলক্ষে মাতোয়ারা হয়ে উঠলো কাটোয়ার সিঙ্গি গ্রাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলার বারো মাসে তেরো পার্বণ। এই ক্ষেত্রপাল পুজো আয়োজিত হয় আষাঢ় মাসের নবমীতে ।ক্ষেত্রপাল আসলে যিনি হলেন পৃথিবীর অধিপতি। প্রধানত দুই রকমের পূর্ব বর্ধমানের কাটোয়ার সিঙ্গি গ্রামের ক্ষেত্রপাল। এক হচ্ছে লৌকিক দেবতা। অন্যদিকে বলা হয় অপদেবতা। অপদেবতা হিসাবে গ্রামের বাইরে পুজো করা হয় এই ক্ষেত্রপালকে ।একে সন্তুষ্টও রাখতে হয়। অন্যদিকে লৌকিক দেবতা হিসাবে ক্ষেত্রপাল হচ্ছে একজন কৃষক। যিনি কৃষকদের দেবতা হিসেবেই বেশি পরিচিত । ক্ষেত্র মানে জমি। ভূমি পালনকারী দেবতা। অনেকেই বলে এর পুজো হয় শিবের ধ্যানেই। কাটোয়া এলাকার প্রচুর জায়গায় রয়েছে এই ক্ষেত্রপাল। যেমন বনকাপাসির ক্ষেত্রপাল, নিগনের ক্ষেত্রপাল, সুদপুরের ক্ষেত্রপাল। সবার থেকে বেশি ক্ষেত্রপাল হিসাবে জনপ্রিয় কাটোয়ার সিঙ্গি ক্ষেত্রপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *