কলকাতা মেডিক্যাল কলেজে নতুন বিভাগ চালু হচ্ছে শিশুদের লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিশুদের লিভার ও এই সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য বিশেষ একটি বিভাগ চালু হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজে। ‘পেডিয়াট্রিক হেপাটোলজি’, এই বিভাগটি চালু হবে আগামী ৪ এপ্রিল থেকে। হাসপাতালের শিশুরোগ এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি, দুই বিভাগের চিকিৎসকই এখানে থাকবেন। এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস জানান, ‘শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কল্পনা দত্ত এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কালিদাস বিশ্বাস ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা: ত্রম্ব্যক সামন্তর তত্ত্বাবধানে এই নতুন বিভাগটি চালু হতে চলেছে।’

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করাতে আসা শিশুদের মধ্যে অনেককেই পাওয়া গিয়েছে যারা লিভার সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছে। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে শিশুদের লিভার এবং এই সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য আলাদা বিভাগ রয়েছে‌। কিন্তু এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজে অনেক শিশুই আসছে যারা লিভার বা এই সংক্রান্ত নানারকম রোগের শিকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ একমত হন যে আলাদা করে এই রোগের চিকিৎসার জন্য একটি আলাদা ‘ইউনিট’ বা বিভাগ খোলা দরকার। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন থাকবেন তেমনি থাকবে রোগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। স্বাভাবিকভাবেই নতুন এই বিভাগটি নিয়ে উৎসাহী হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *