কলকাতা হাইকোটের রায়ে চাকরি বহাল থাকলো ৩২, ০০০ কর্মরত শিক্ষকদের, খুশির হাওয়া শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : কলকাতা হাইকোটের রায়ে চাকরি বহাল থাকলো প্রাথমিকের ৩২ ,০০০ কর্মরত শিক্ষকদের । এদিকে এদিন শিলিগুড়িতে এই খবর পেয়ে আবির খেলায় মাতলেন শিক্ষকেরা। এদিন শহর শিলিগুড়ির শিক্ষকরা জানান কলকাতা হাইকোটের এই রায়ে নিয়ে তারা খুশি। তাদের পরিবারও বেঁচে গেল এক গভীর আর্থিক সংকটের হাত থেকে এদিন এমনটাও জানালেন তারা।


