কাজের সন্ধানে গিয়েছিল বেঙ্গালুরুতে, মালদার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হল সেপটিক ট্যাঙ্ক থেকে
বেস্ট কলকাতা নিউজ : ভিন রাজ্যে গিয়ে দু’মাস ধরে নিখোঁজ ছিল পরিযায়ী শ্রমিক। অবশেষে তাঁরই দেহ পাওয়া গেল সেপটিক ট্যাঙ্ক থেকে। রীতিমতো পচাগলা দেহ উদ্ধার হয় সেফটিক ট্যাঙ্ক থেকে। মৃতের নাম মুকেশ মণ্ডল (৩০)। জানা গেছে মালদহের চাঁচল-২নং ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর গ্রামের বাসিন্দা মুকেশ। এদিকে পরিবারের দাবি, মুকেশ মণ্ডল কয়েক মাস আগে ভিনরাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি মাস দু’য়েক ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। সম্প্রতি সেখানেই এক সেফটি ট্যাঙ্ক থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। বুধবার ঘটনার কথা জানতে পেরেই মৃত শ্রমিকের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মালতীপুর বিধানসভার বিধায়ক আবদুর রহিম বক্সি। পরিবারকে সাহায্য করার আশ্বাস দেন তিনি।

আবার বিধায়ক এও জানান , “ও বেঙ্গালুরুতে কাজ করত। ২ মাস পর বডি পাওয়া গেছে। ওর বাবারা গিয়েছিলেন। এখনও কেম্পানি কোনও প্রতিশ্রুতি দেয়নি।” প্রসঙ্গত, বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে সরব হচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই এই সংক্রান্ত আলোচনার বিধানসভা অধিবেশনও ডেকেছে শাসকদল। তাঁদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারেবারে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর প্রকাশ্যে আসছে। এই আবহের মধ্যেই এই দেহ উদ্ধারের ঘটনা নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।