ফের রাজ্যের মুখ পুড়ল আমফান দুর্নীতি মামলায় , ‘সবটাই আইওয়াশ’ জানাল কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট মূলত আগেই নস্যাত্‍ করে দিয়েছিল আমফান দুর্নীাতি মামলায় রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট। এমনকি নির্দেশ দেওয়া হয়েছিল নতুন করে রিপোর্ট পেশ করারও। এমনকি রাজ্য সোমবার ওই রিপোর্ট পেশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে, যা দেখে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে মূল বিষয়কে আড়াল করার জন্যই। আসলে তার সবটাই আইওয়াশ। এদিকে আমফান ত্রাণ সামগ্রী চুরির মামলায় রাজ্য সরকারের তদন্ত হাইকোর্টে প্রশ্নের মুখে। রিপোর্টে সরকারপক্ষের আইনজীবীর দাবি, চুরি হয়নি ত্রাণ সামগ্রী কিছুই। তা তদন্ত করে দেখছেন জেলার পুলিশ সুপার।

এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সওয়াল-জবাবের সময় জানায়, কোনও তদন্তই হয়নি সঠিকভাবে। ত্রাণের সামগ্রী লরিতে থাকবে এটা মেনে নেওয়া যায় না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এও মন্তব্য করেন, ‘এসব রিপোর্ট শুধুমাত্র দেওয়া হয়েছে’আইওয়াশ করার জন্যই। তিনি আরও প্রশ্ন করেন, ‘পুলিশ কী ব্যবস্থা নিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে?’ রিপোর্টে তার কোনও উল্লেখ নেই।উল্লেখ্য, উপকূলবর্তী বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে যায় ২০২০ সালে আমফানের দাপটে। প্রশাসন ত্রাণ পাঠায় সেই বিধ্বস্ত এলাকায়। কিন্তু রাজ্যের শাসক দলের একাংশের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ ওঠে সেই ত্রাণ বিলিকে কেন্দ্র করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *