কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিলিগুড়ি : শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সারা বছরের সেরা দল এবং সেরা খেলোয়ারকে পুরস্কৃত করা হলো। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বহু প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়। ফুটবলের সেরা দল হিসেবে বিবেচিত হলো শিলিগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ক্রিকেটে সেরা দল হিসেবে বিবেচিত হলো শিলিগুড়ি স্বস্তিকা ক্রিকেট ক্লাব, এছাড়া সেরা কোচিং সেন্টার হিসেবে পুরস্কৃত হল শিলিগুড়ি সাই কোচিং সেন্টার।
এদিন মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িকে খেলাধুলার শহর হিসেবে জানেন মানুষ, টেবিল টেনিস ক্রিকেট ফুটবল, সব খেলাতে শিলিগুড়ি ভারতের সুনাম অর্জন করেছে। শিলিগুড়ি থেকে বের হয়ে গেছেন বহু কৃতি খেলোয়াড়। তাই শিলিগুড়ি খেলা প্রেমী শহর হিসাবেই পরিচালিত হয়ে থাকবে। আমি সমস্ত জুনিয়র খেলোয়ারদের সে যে বিভাগেই হোক না কেন, উৎসাহিত করে জানাবো তোমরা যে যে খেলা ভালোবাসো সেই সেই খেলায় মনোযোগ দাও। জীবনে উন্নতি হবে। আমরা এখনো খেলা ভালোবাসি, এবং খেলার মাঠে যাই। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের বহু বিশিষ্ট প্রাক্তন এবং বর্তমান খেলোয়ার।