কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে খতম হল পুলিশের এনকাউন্টারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হল। এনকাউন্টারে পুলিশের গুলিতে নিহত হল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে৷ জানা গেছে বিকাশ পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় আজ সকালে তাকে কানপুর আনার সময়৷ গুলি চালাতে শুরু করে এমনকি পুলিশকে লক্ষ করেও৷ পুলিশও পালটা জবাব দিতে শুরু করে৷ পুলিশের গুলিতে এই কুখ্যাত দুষ্কৃতী আহত হয় গুরুতর ভাবেও৷তার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই৷

গতকাল মধ্যপ্রদেশ পুলিশ দুবে-কে গ্রেপ্তার করে উজ্জয়িন থেকে৷ তারপর বিকেলেই তাকে নিয়ে আসা শুরু হয় কানপুরের পথে৷ যদিও রাতে বিকাশ দুবের গাড়ি উলটে যায় কানপুরের এক টোল প্লাজ়ায়৷ সামান্য আঘাতও পায় সে ৷ তরপর সকালে ফের শুরু হয়েছিল কানপুরে আনার প্রক্রিয়া ৷ ঠিক তখনই এই কুখ্যাত গ্যাংস্টার ছিনিয়ে নেয় পুলিশের বন্দুক৷ এমনকি কয়েক রাউন্ড গুলিও ছোড়ে পুলিশকে লক্ষ করে৷ তখনই প্রতিরোধ করে পুলিশ ৷ বিকাশের ছোড়া গুলিতে আহত হন দুই জন পুলিশ কর্মী । তাঁদেরকে নিযে যাওয়া হয়েছে স্থানীয় এক হাসপাতালে।

কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিকাশকে। চিকিৎসকরা পরে তাকে মৃত বলে ঘোষণা করে । নানা জল্পনাও শুরু হয়েছে বিকাশ দুবের মৃত্যুর পরই। গতকালই এনকাউন্টারের আশঙ্কা শোনা গিয়েছিল বিকাশের মায়ের কথায়। তার পরই ঘটলো আজ এই রকমের ঘটনা । নেহাতই এনকাউন্টার, নাকি এর পিছনে আছে অন্য কোনও রহস্য , প্রশ্ন এখানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *