কার্শিয়াংএ এক ট্যাক্সি চালককে ব্যাপক মারধোর, প্রতিবাদে বন্ধ ডাকলেন দার্জিলিং এর ট্যাক্সি চালকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ভাড়া নিয়ে তুমুল গন্ডগোল, এই কারণে কার্শিয়াং এর এক ট্যাক্সি চালককে ব্যাপক মারধর করলেন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জানা গেছে পৌঁছে যাবার পর ভাড়া ঠিকমতো দিতে অস্বীকার করায় ওই ট্যাক্সিচালক চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন ওই যাত্রীরা ট্যাক্সিচালক কে বেধরক মারধর করে। ট্যাক্সি চালকের চিৎকার শুনে অবশেষে ছুটে আসে অন্যান্য ট্যাক্সি চালকরা, তখন ওই কয়েকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। ট্যাক্সি চালককে অন্যান্য ট্যাক্সি চালকেরা স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এই খবর এদিন চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক হইচই শুরু হয়ে যায়, দার্জিলিংয়ে খবর চলে গেলে দার্জিলিংয়ের ট্যাক্সি চালকেরা যাত্রী ভাড়া নেওয়া বন্ধ করে প্রতিবাদে নামে। তাদের দাবি দোষীদের ধরতে না পারলে তারা গাড়ি চালাবে না। তাদের আরো অভিযোগ দিনের পর দিন বহিরাগতদের সাথে তাদের ঝামেলা হচ্ছে, কার্শিয়াং, কালিংপং এবং দার্জিলিংয়ে। তাদের গায়ে এমনকি হাতও তোলা হচ্ছে। এদিন তারা আরো জানান দোষীদের না ধরা পর্যন্ত তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *