কার্শিয়াংয়ে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, হুইসেল না বাজানোর অভিযোগে বিক্ষোভ পরিবারের তরফে
বেস্ট কলকাতা নিউজ : কার্শিয়াং স্টেশনে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর। আজ মৃত ছাত্রীর ছবি কার্শিয়াং স্টেশনে বসিয়ে বিক্ষোভে সামিল হলেন ছাত্রীর পরিবার ও স্থানীয়রা। গতকাল, সোমবার টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কার্শিয়াংয়ের মকাইবাড়ি এলাকার বাসিন্দা, ১৫ বছরের স্কুলছাত্রী রোশনি রাইয়ের। আহত হন তার দিদি প্রতীক্ষা রাইও। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কার্শিয়াং শহর জুড়ে।

জানা গেছে, সোমবার সকালে ওষুধ কিনতে বেরিয়েছিল দুই বোন। কার্শিয়াং বাজারের কাছে রেললাইন পার হওয়ার সময় পেছন থেকে তাদের ধাক্কা মারে টয়ট্রেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনটি হুইসেল না দিয়েই হঠাৎ চলে আসে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত্যু হয় রোশনীর। এর পরেই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে রোশনীর পরিবার। মৃতার দাদা বিবেক শর্মা জানান, চালক সতর্ক হলেন না কেন? কেন ব্রেক লাগানো হয়নি? শাস্তির দাবিও জানান তিনি। তবে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর রিশভ চৌধুরীর দাবি, এখানে রেলের কোনওরকম গাফিলতি নেই। তাদের কানে হেডফোন থাকার কারণে, লোকো পাইলট বারবার হুইসেল দিলেও তারা শুনতে পায়নি। টয়ট্রেন ধীরে চলে। তাই সাধারণ মানুষ তাতে অতটা বেশি গুরুত্ব দিতে চান না। এই ঘটনার প্রতিবাদে কার্শিয়াং স্টেশনে বিক্ষোভ দেখায় রোশনীর পরিবার ও স্থানীয়রা।