কি বদল পুরনিগমে? মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক পুরকর্তাদের
নিজস্ব সংবাদদাতা : গতকাল মুখ্যমন্ত্রী এক বৈঠকে বসলেন পুরকর্তাদের সাথে, সেই নিয়ে আশঙ্কা ভরা দিনও কাটালেন পুরনিগমের কাউন্সিলার এবং অন্যান্য আধিকারিকরা । কি হবে?কার ভবিষ্যত কি হতে পারে এই নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। মেয়র গৌতম দেব শশরীরে এই সময় কলকাতায় উপস্থিত থাকলেও অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সি রাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেও প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন এই ভোটের ফলাফল নিয়ে, বিশেষকরে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভোটের ফলাফল এবং বেশ কয়েকজন নেতার আচরনে তিনি যথেষ্ট বিরক্ত এবং ক্ষুদ্ব।
এদিকে পুরপ্রতিনিধিদের কাজকর্মের খবর তার কানে এসে পৌছিয়েছে, কে কোথায় তার ওয়ার্ডে টাকা নিচ্ছেন সব জানা মুখ্যমন্ত্রীর। তিনি প্রচণ্ড বিরক্ত শিলিগুড়ির কাউন্সিলারদের কাজকর্মেও । তিনি নিজেই এই সিধান্ত নিতে পারেন কে কতটা এবং কতখানি কাজ করবেন। এ নিয়ে শিলিগুড়ির পুরনিগমের কাউন্সিলারেরাও প্রচণ্ড আতঙ্কে । এত চেষ্টা করেও কেন এই ফলাফল এসে দাড়ালো সেটাও জনপ্রতিনিধিদের কাছে এদিন জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ভয় নিয়েই এদিন পুরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে।
তবে কি হতে চলেছে বুঝতে পারা না গেলেও এক কাউন্সিলার জানালেন সত্যি সত্যি জঘন্যতম রেজাল্ট হয়েছে শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রী এত চেষ্টা করলেন, উনি একই সিদ্ধান্ত নিতেই পারেন যা একেবারে স্বাভাবিক ঘটনা। মেয়র নিজেও কলকাতায় আছেন, তিনি এই বিষয়ে কোন মন্তব্য করেন নি, শুধুমাত্র জানিয়েছেন এখানে আমার নিজের বক্তব্য নেই ।