কীসের এত ভয় ইডিকে ? এবার আদালতেরও কেজরীবালকে তলব জবাবদিহি চেয়ে
বেস্ট কলকাতা নিউজ : ইডির মুখোমুখি হতে কীসের এত ভয়? কেন বারবার সমন এড়িয়ে যাচ্ছেন কেজরীবাল? দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে পাঁচবার তলব করা হলেও, কোনওবারই ইডির দফতরে হাজিরা দেননি তিনি। বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আদালতের তরফেও দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দেওয়া হল। আগামী ১৭ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতেই হবে অরবিন্দ কেজরীবালকে, বুধবার এমনটাই নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত।
বুধবার রাউস অ্য়াভিনিউ আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা স্বতঃপ্রণোদিতভাবে কেজরীবালের বিরুদ্ধে ইডির অভিযোগের মামলা গ্রহণ করেন এবং কেজরীবালকে আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠান। আদালতের তরফে বলা হয়েছে, “আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারার অধীনে তদন্তকারী সংস্থার যে কাউকে তলব করার অধিকার রয়েছে, যাদের উপস্থিতি তদন্তের জন্য বা প্রমাণ সংগ্রহ বা পেশ করার জন্য প্রয়োজনীয়। তাই এই নিয়ম মানতে বাধ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও । উল্লেখ্য ,আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। কেন তিনি বারংবার ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সেই বিষয়ে তাঁকে জবাবদিহি করতে হবে।