লোকাল ট্রেন কীভাবে চলবে ? ফের রেল-রাজ্য বৈঠক হতে চলেছে বৃহস্পতিবার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা পরিস্থিতিতে কবে থেকে চালানো যাবে লোকাল ট্রেন একরকম ধোঁয়াশাই থেকে গেল তা নিয়ে৷ তবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রেল এবং রাজ্যের আধিকারিকরা ফের বৈঠকে বসতে চলেছে৷ নবান্নে সোমবার রেল- রাজ্যর একটি বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্য আগ্রহী দ্রুত লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে৷ তবে তাঁর আগে লোকাল ট্রেন চালানো সম্ভব কীভাবে সোশ্যাল ডিসটেন্স মেনে সেই বিষয়ে রেল একটা রূপরেখা তৈরি করে জানাবে রাজ্যকে৷

রেলের পক্ষ থেকে এও জানানো হয়েছে, প্রথমে তারা পরিষেবা শুরু করতে চায় ১০ থেকে ১৫ শতাংশ লোকাল ট্রেন দিয়ে৷ পরে তা বাড়িয়ে করা হবে ২৫ শতাংশ৷ আপাতত রেলের ভাবনা ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চালানোর৷ এদিন কোনও সিদ্ধান্ত হয়নি ট্রেনের হকার নিয়েও৷ এছাড়া করোনা পরিস্থিতিতে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালানো সম্ভব,আগামী ৫ নভেম্বরের বৈঠকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে৷ ওই দিন বিকালে ফের রেল- রাজ্য বৈঠক বসবে নবান্নে৷ সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এমনকি পূর্ব রেলের এজিএম, হাওড়া-শিয়ালদার ডিআরএম। খড়গপুরের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *