কুমোরটুলিতে কাজে যোগ দিচ্ছেন ভিন রাজ্য ফেরত শ্রমিকরা , মিটছে রুটি-রুজির তাগিদ
বেস্ট কলকাতা নিউজ : কুমোরটুলি নতুন আশার আলো দেখাচ্ছে ভিনরাজ্য থেকে এ রাজ্যে ফেরা শ্রমিকদের।এ রাজ্যের বহু শ্রমিক কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু দেশজুড়ে লকডাউন শুরু হয় কোরোনা সংক্রমণের রাশ টেনে ধরতে। আর তার জেরেই বন্ধ হয়ে যায় সমস্ত কলকারখানা। কাজ খোয়ান কয়েক লাখ শ্রমিক। অনেকেই ফের ফিরে আসতে বাধ্য হন নিজের রাজ্যে। কিন্তু কাজ কোথায় এখানেও ? এখনও বন্ধ রয়েছে বেশিরভাগ কলকারখানা। এদিকে আবার অনেকেই পুনরায় অন্য রাজ্য যেতে চাইছেন না প্রাণের ঝুঁকি নিয়ে। পাঁচ মাস বাড়িতে বসা। তৈরি হয়েছে আর্থিক মন্দার পরিস্থিতেও। তার জেরে বন্ধ হয়েছে রোজগারপাতিও। বাড়িতে বসে থাকাও সম্ভব হচ্ছে না অভাব ও টানাটানির সংসারে। কুমোরটুলি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে এই কঠিন পরিস্থিতির মধ্যেও।
প্রসঙ্গত ,এক সময় কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ করতেন নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকে আসা বহু শ্রমিক। পরে বহু শ্রমিক রোজগার বাড়াতে কাজের খোঁজে চলে যান ভিন রাজ্যে। বহু শ্রমিক ভিন রাজ্যেই কাজ করছিলেন দীর্ঘ ১০ -১৫ বছর ধরে। কিন্তু কোরোনা সংক্রমণে সর্বস্ব হারিয়ে আজ প্রায় তাদের দিন কাটছিল চরম অনাহারে। কুমোরটুলিতে বহু শ্রমিকই ফের কাজের খোঁজে ফিরেছেন নিদারুন অর্থাভাব মেটাতে। কাজ ফিরে পেয়ে অবশেষে হাসি ফুটছে তাঁদের মুখে।