‘কুম্ভতে মারা গিয়েছেন কয়েক হাজার মানুষ’, চরম ভয়ঙ্কর এক দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের
বেস্ট কলকাতা নিউজ : মৌনি অমাবস্য়ায় কাতারে-কাতারে মানুষের ভিড় হয়েছিল মহাকুম্ভে। সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হন একাধিক। উত্তর প্রদেশ সরকারের দেওয়া তথ্য বলছে, ঘটনায় মৃতের সংখ্যা ৩০। আহতের সংখ্যা ষাট। তবে সে কথা মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মহাকুম্ভে নাকি হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে সেই তথ্য সরকার প্রকাশ্যে আনছে না।
প্রসঙ্গত উল্লেখ্য়, এ দিন অযোধ্যায় এক দলিত তরুণীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। নালা থেকে মেলে তাঁর দেহ। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। এই নিয়ে নিন্দায় সরব তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ববি হাকিম বলেন, “অযোধ্য়া এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছিল আসল ধর্মের জায়গা। সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।” ফিরহাদের কথায়, যোগী সরকার মানেই বড় বড় কথা। প্রচার আর গায়ের জোর। এটা কোনও সরকার নয়। তাঁর এও অভিযোগ আসল তথ্য লোকানো হয় সেখানে। এরপরই ফিরহাদ বলেন, “আমার কাছে অসমর্থিত সূত্রের মাধ্যমে রিপোর্ট আছে, কুম্ভতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। যাঁরা ওখান থেকে আসছেন, তাঁরা বলছেন তিরিশ, চল্লিশ বা একশো জন নয়। হাজারের উপর মানুষ মারা গিয়েছে।” এরপর করনা কালের প্রসঙ্গ টেনে তিনি যোগ করে বলেন, ” ওরা তো করোনার সময় মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলো।”