অনড় সংগঠনগুলি দিল্লি অভিযানে মরিয়া কৃষি আইন বাতিলের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কৃষি আইনে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যাকফুটে এমনকি কেন্দ্রের বিজেপি নেতৃত্বে চলা এনডিএ সরকার। শীর্ষ আদালত সেই সঙ্গে কমিটি গড়ে আলোচনার রায় দেওয়ায় আপাত স্বস্তি পায় মোদী সরকার। তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলির সুস্পষ্ট হুঁশিয়ারি, দিল্লির দিকে বিরাট কৃষক মিছিল ও ট্রাকটর ব়্যালি হবে ২৬ জালুয়ারি আসন্ন সাধারণতন্ত্র দিবসে।এতেই দুশ্চিন্তার মেঘ ক্রমশ ঘনিয়ে এসেছে নয়াদিল্লির রাজনৈতিক আকাশে।লক্ষ লক্ষ কৃষক ইতিমধ্যেই জমায়েত করে আছেন এমনকি দিল্লির উপকণ্ঠে। তাদের সামান্য অংশও যদি সাধারণতন্ত্র দিবসের দিন নিজেদের মতো প্রতিবাদ মিছিল নিয়ে আসেন তাহলে আরও জটিল হবে পুরো পরিস্থিতি।

প্রসঙ্গত ,মঙ্গলবার বৈঠকের পর আন্দোলনরত কৃষক নেতৃত্ব জানান, কৃষকদের মিছিল লাল কেল্লা বা সংসদ ভবন পর্যন্ত যাবে নেওয়া হয়নি এমন কোনও সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৫ জানুয়ারি কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেই। এদিকে আইন নিয়ে শুনানি চলাকালীন শীর্ষ আদালত আগেই জানিয়েছে, কোনও শান্তিপূর্ণ আন্দোলন চলতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *