কুয়াতে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন মহিলা, পরে উদ্ধার হল দমকলের জোর চেষ্টায়
শিলিগুড়ি : কুয়াতে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা । এদিন সকালে শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ওই মহিলা কুয়োতে মধ্যে পড়ে গেলে চারিদিকে ব্যাপক হইচই পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মানসিক ভারসাম্যহীন মহিলার নাম অর্চনা কুন্ডু। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। পাড়ার একটি জায়গাতে কুয়োটি ছিল, অসাবধানতাবশত তিনি ওই এলাকায় চলে যান এবং কুয়ার মধ্যে পড়ে যান। তার পড়ে যাওয়া প্রথম দেখতে পায় ওই এলাকারই এক ছাত্রী। তার চিৎকারে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষজন। পাড়ার লোকেরাই দমকলে খবর দেন ।

অবশেষে দমকল এসে সাথে সাথে উদ্যোগ নিয়ে ওই মহিলাকে কুয়োর থেকে তুলে নিয়ে আসে। ওই মহিলা কোন কারণবশত বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন , বাড়ির লোকেরা তাকে খুঁজে খুঁজে পাচ্ছিলেন না। তাদেরকে খবর দেন এলাকার পাড়া প্রতিবেশীরাই। বাড়ির লোকেরা জানান ওই মহিলা বহুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছে। শেষমেশ এলাকার মানুষজন এদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।