কৃষকদের উপবাস পালন গান্ধী হত্যার দিন , মিছিলের প্রস্তুতি দিল্লির দিকে
বেস্ট কলকাতা নিউজ : যে স্বল্পমাত্রার বিস্ফোরণ ঘটানো হয়েছে ইজরায়েলি দূতাবাসের সামনে, খোঁজ চলছে তার চক্রীদের।ফের সতর্কতা জারি করা হয়েছে দিল্লি জুড়ে। এই পরিস্থিতিতে ফের দিল্লির দিকে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন গাজিপুর ও সিঙ্ঘু চেক পোস্টে অবস্থানকারী লক্ষাধিক কৃষক।এদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যা দিবসে শুরু হয়েছে কৃষকদের উপবাস পালনও। চলছে এমনকি অবস্থান বিক্ষোভও। গত ২৬ জানুয়ারি থেকেই বারবার বিক্ষিপ্ত হিংসা তৈরি করেছে কৃষি আইনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে। সংযুক্ত কিষান মোর্চার আরও দাবি, মোদী সরকার ক্রমশ ষড়যন্ত্রর জাল বুনছে তাদের এই আন্দোলনকে দমিয়ে দিতে।
প্রসঙ্গত, পরিস্থিতি গরম ছিল শুক্রবারও।কৃষকরা পুলিশ কে এমনকি ঠেকিয়ে দেন সিঙ্ঘু চেকপেস্টেও। তবে এক ব্যক্তি পুলিশের উপর হামলা চালায় তলোয়ার নিয়ে। অন্যদিকে কৃষক আন্দোলন জারি থাকবে মুজফ্ফরনগরের মহাপঞ্চায়েত এমনই বার্তা দিয়েছে। ক্রমাগত রাজনৈতিক টানাপোড়েন চলেছে দিল্লির কাছে কৃষকদের অবস্থান ঘিরেও। কৃষক নেতারা হুঙ্কার দিয়ে আরও জানিয়েছেন, আন্দোলন ভাঙতে সরকার পক্ষ গুলি চালালেও ঘরে ফিরব না আইন বাতিল না করে।পরিস্থিতি এমন যে ক্ষোভ তুঙ্গে হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশের গ্রামাঞ্চলে।রোজই ভিড় ক্রমাগত বাড়ছে আন্দোলনে অংশ নিতে।