কৃষকরা অনড় আন্দোলনে, আরও পুলিশকর্মী মোতায়েন হলো গাজিপুর সীমান্তে
বেস্ট কলকাতা নিউজ : প্রশাসন চায় না যেন ফের পুনরাবৃত্তি না হয় ২৬ জানুয়ারির ঘটনার৷ কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে এক হাজারের বেশি পুলিশকর্মী, ৩ কোম্পানি সিএপিফ ও ৬ কোম্পানি প্রাদেশিক সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে গতকাল রাতেই৷
গতকালই যোগী সরকার গাজিপুর সীমান্ত খালি করার নির্দেশ দিয়েছে৷ তবে বিক্ষোভরত কৃষকরা সেই নির্দেশ মানতে নারাজ। এলাকা খালি করতে বলা হলে পুলিশের সঙ্গে ফের ধস্তাধস্তি হয় গতকাল রাতেই৷ সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইত আরও বলেন, ” ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তিন কৃষি আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার হচ্ছে।”
ইতিমধ্যেই জেলা প্রশাসন বিদ্যুৎ, জল সরবরাহ পরিষেবা বন্ধ করেছে গাজিপুর সীমান্তে৷ মূলত গত বছর ২৬ নভেম্বর থেকে প্রশাসনের তরফে গাজিপুর সীমান্ত সিল করে দেওয়া হয়ে ছিল কৃষকদের “দিল্লি চলো” অভিযানের জেরে৷ পুলিশ মোতায়েন করা হয়েছে এমনকি গাজিপুরের পাশাপাশি সিংঘু ও টিকরি সীমান্তেও৷