ব্ল্যাকমেল নিজের বাবাকেই! বেনামে ১১ বছরের ছেলে চাইল ১০ কোটি টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক ব্যাক্তির কাছে বেনামে একটি ফোন এসেছিল কয়েক দিন আগে৷ গোপন মুহূর্তের কিছু ছবি আর পরিবারের তথ্য ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেলার তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করে৷ওই ব্যক্তি এমনকি তড়িঘড়ি পুলিশের কাছেও ছোটেন হুমকি ফোন পাওয়া মাত্রই৷ আর কেচোঁ খুড়তে কেউটে বেরিয়ে আসে ঘটনার তদন্ত করতে নেমেই৷ আরও জানা যায় আর কেউ নয় ওই ব্ল্যাকমেলার, ওই ব্যাক্তিরই ১১ বছরের ছেলে!

অভাবনীয় এই ঘটনাটি ঘটতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ৷ এও জানা গিয়েছে, তাঁর কিছু গোপন ছবি ই-মেলে গচ্ছিত রেখেছিলেন ওই ব্যক্তি৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ এও জানতে পারে এই ই-মেল যে ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটি ওই ব্যক্তিরই বাড়ির৷ বাবার গোপন ছবি ১১ বছরের ওই ছেলের হাতে এসেছিল কোনও রকম ভাবে৷ আর সে একেবারে বাবাকেই ব্ল্যাকমেল করার ফন্দি এঁটে ফেলে এই গোপন ছবি হাতে পেয়েই৷ এর পর বেনামে ফোন করে ২-৫ লাখ নয়, ওই খুদে হেকে বসে একেবারে ১০ কোটি টাকা৷

এদিকে গাজিয়াবাদের ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন ব্ল্যাকমেলারের ফোন পেয়েই৷ তিনি জানান, একদল হ্যাকার তাঁকে ব্ল্যাকমেল করছে তাঁর ইমেল হ্যাক করে৷ তাদের দাবি পূরণ করা না হলে এমনকি এই সকল ছবি ফাঁস করার হুমকিও দিয়েছিল তারা৷ তিনি জানান ১ জানুয়ারি তাঁর আইডি হ্যাক করেছে কোনও সাইবার ক্রিমিনাল৷ এবং বদলে দিয়েছে তাঁর পাসওয়ার্ড ও মোবাইল নম্বরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *