কেন চেম্বারে ডাকা হল ‘কুন্তল ঘোষকে ?’ খোদ বিচারকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিবিআইর
বেস্ট কলকাতা নিউজ : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গত এক বছরে পরপর অনেকগুলো নাম জড়িয়েছে। সামনে এসেছে নিত্য-নতুন অভিযোগ। একগুচ্ছ মামলা চলছে হাইকোর্ট ও বিশেষ আদালতগুলিতে। এবার খোদ বিচারকের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলল কেন্দ্রীয় সংস্থা। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারকের আচরণ নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষকে নিজের চেম্বারে ডেকে কেন কথা বললেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়? সেই বয়ানের ভিত্তিতে নির্দেশই বা দেওয়া হল কেন? তা নিয়ে প্রশ্ন তুলে নতুন আবেদন জানানো হল হাইকোর্টে।
এই কুন্তল ঘোষের দেওয়া একটি চিঠি কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলার। সেই চিঠিতে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে নানাভাবে হেনস্থা করছে তাঁকে। সেই মামলায় আর তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছিল হাইকোর্ট। তারপরও বিশেষ আদালত পুলিশকে কেন তদন্তের নির্দেশ দিল, সেই প্রশ্নই তুলেছে সিবিআই।
অভিযোগ, বিশেষ আদালতের বিচারক কুন্তল ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, কোথায় তিনি তাঁর অভিযোগের কথা বলতে চান, আইনজীবীদের চেম্বারে নাকি । কুন্তলের ইচ্ছা অনুযায়ী, তাঁকে বিচারক তাঁর চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন বলেও অভিযোগ। সিবিআই-এর প্রশ্ন “এভাবে জেলে থাকা একজন অভিযুক্তকে কীভাবে ডাকা যায়? যেখানে ক্যামেরা নেই?” সিবিআই আরও জানিয়েছে, কুন্তলের সঙ্গে কথা বলার পর তিনি তাঁর অর্ডারে সিবিআই-এর ডিআইডি অশ্বিন সিংভির নাম লেখেন। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সিট-এর মাথায় থাকা ওই অফিসারের নাম জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বিচারক।