কেন নিয়োগ নেই? ধুন্ধুমার পরিস্থিতি নার্সিং-এ চাকরির দাবিতে, নামল ব়্যাফ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্যভবনের সামনে ক্রমশ বিক্ষোভ চলছে নার্সিং চকরি প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে। মঙ্গলবারেও ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নার্সদের তুমুল বিক্ষোভে । চাকরীপ্রার্থীরা বিক্ষোভদেখাতে শুরু করেন স্বাস্থ্যভবন চত্বরের সামনে রাস্তার ওপর । পুলিশ তাদের সরে যেতে বলে। এরপর রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। স্বাস্থ্য ভবনের মুল গেটে ব্যারিকেড সরিয়ে দফায় দফায় প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রবল ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে।

এদিকে বিক্ষোভকারীদের বক্তব্য স্বাস্থ্য ভবনের কোনও আধিকারিক যেন এসে কথা বলেন। বৃষ্টির মধ্যে শুরু হয় বিক্ষোভ।চাকরি প্রার্থীদের বক্তব্য, ৩ বছর ধরে আমরা পড়াশুনা করার পরেও কেন নিয়োগ হচ্ছে না? অবিলম্বে মুখ্যমন্ত্রী এবিষয়ে হস্তক্ষেপ করুন। তবে দেখা হয়নি স্বাস্থ্য অধিকর্তা উপস্থিত না থাকার কারণে। শুক্রবারের মধ্যে স্বাস্থ্য অধিকর্তা আলোচনায় বসবেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পুলিশের পাশাপাশি ব়্যাফও মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *