কোচবিহারে আটক হলো ট্রাক ও পিকাপ ভ্যান বোঝাই গরু, গ্রেপ্তার ৫
বেস্ট কলকাতা নিউজ : ট্রাক বোঝাই করে গরু পাচার করার সময় পুলিশ গ্রেপ্তার করল ৫ জন গরু পাচার কারীকে । গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার এর ঘোকসাডাঙ্গার থানার ওসি রাহুল তালুকদারের নেতৃত্বে পুলিশ ১টি ট্রাক ও ২টি পিকআপ ভ্যানকে আটক করে ।পুলিশ ট্রাক ও পিকাপ ভ্যানের মধ্যে থেকে উদ্ধার করে গাদাগাদি করে রাখা বেশ কিছু গরু । এছাড়াও এর পাশাপাশি পুলিশ ৫ জনকেও গ্রেপ্তার করে এই গরু উদ্ধারের ঘটনায় ।
ঘোকসাডাঙা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন রেজায়ুল হক, আব্দুল সাত্তার, মহাবুল হোসেন, মনিরুল হক ও রফিকুল ইসলাম। এদের মধ্যে ৩ জন চালক রয়েছেন। এদের সকলের বাড়ি কোচবিহার ও দিনহাটা এলাকায়।কোচবিহারের সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের চক্র সক্রিয় অনকে দিন থেকেই ।কিন্তু সাধারণ মানুষ আগের থেকে অনেকে সজাগ হওয়ায় এখন আর প্রকাশ্যে গরু সীমান্তের দিকে নিয়ে যেতে পারে না পাচারকারীরা। আর তাই ট্রাক, কন্টেনার ও পিকআপ ভ্যানের মধ্যে গরু গুলোকে ঢেকে নিয়ে গিয়ে পাচারের জন্য সীমান্তবর্তী গ্রামগুলো পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকেই সুযোগ মতো কাঁটা তারের উপর দিয়ে কপি কলের সাহায্যে বাংলাদেশে পাচার করে দেওয়া হয় গরু গুলোকে। এদিকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে গরু সীমান্ত গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। আর তারপরেই অভিযান চালিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা গরু গুলোকে উদ্ধার করার পাশাপাশি ওই ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।