কোচবিহারে আসার আগে জলপাইগুড়িতে চা বানালেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : কোচবিহারে আসার আগে জলপাইগুড়ির একটি চায়ের দোকানে গিয়েই চা তৈরী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি জলপাইগুড়িতে একটি চায়ের দোকানে যান এবং সেখানে বসে চা তৈরী করেন। সেই সময় দোকানে যতজন ছিলেন সবার জন্য তিনি চা তৈরী করেন। পাত্র থেকে চা কাপেও ঢেলে দেন তিনি।নিজে সাংবাদিক দের জানান আমি জানি উত্তরবঙ্গ চায়ের জায়গা। এখানে যারা আসেন চা খেতেই শুধুমাত্র তাই নয় ভালো চা খেতে আসেন। আর তাই আমি নিজে চেষ্টা করছি দেখি একটু ভালো চা খাওয়াতে পারি কি না সবাইকে। মুখ্যমন্ত্রী নিজেই চা তৈরী করে কাপে চা ঢেলে সবাইকে পরিবেশন করেন। চায়ের সাথে সাথে বিষ্কুট ও খাওয়ান সবাইকে।কাপে চা ঢেলে সবাইকে দিয়ে চা খেতে খেতে মুখ্যমন্ত্রী সবাইকে জানান চা বানিয়ে সবাইকে চা দেওয়া প্রচণ্ড আনন্দের। তাই চায়ের জায়গাতে এসে একটু চেষ্টা করলাম যাতে একটু ভালো চা খাওয়াতে পারি সবাইকে।
এদিন তিনি আরো জানান এখানকার চা শ্রমিকেরা প্রচণ্ড পরিশ্রম করেন চা গাছের পিছনে। সেই কারনে আমার তাদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে। ভালো চা খেতে কে না পছন্দ করে জানান মুখ্যমন্ত্রী। চায়ের একটা আলাদা ঐতিহ্য আছে উত্তরবঙ্গের মাটিতে। উত্তরবঙ্গের মানুষ চা খেতে প্রচণ্ডভাবে পছন্দ করেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।