কোচবিহারে এলো আইপিএলের ট্রফি, খুশি কোচবিহার বাসি
নিজস্ব সংবাদদাতা: ট্রফি ট্যুরে কোচবিহারে এলো আইপিএলের ট্রফি। খুশি কোচবিহার ,কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিএবির সহযোগিতায় এদিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে এসে পৌঁছায় IPL ট্রফি। ২০২৪ এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এদিন কলকাতা নাইট রাইডার্স এর সমর্থক সহ ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান। আইপিএল ট্রফি দেখতে এদিন বহু মানুষের ভীড় জমেছিলো, বিপুল উৎসাহ নিয়ে এগিয়ে এসেছিলেন এমনকি আবাল বৃদ্ধ এবং বনিতাও।

