কোচবিহার জেলা পুলিশ চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রকৃত মালিকদের হাতে
বেস্ট কলকাতা নিউজ : কোচবিহার জেলা পুলিশ ২৫টি খোয়া যাওয়া মোবাইল তুলে দিল প্রাপকদের হাতে। পুলিশের আধিকারিকরা বুধবার জেলার ২৫ জন প্রাপকদের হাতে সেই ফোন গুলি তুলে দেন ।এদিন সেখানে হাজির ছিলেন জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার, ডিএসপি (হেড কোয়ার্টার) সমীর পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেখানে পুলিশ আধিকারিকেরা হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেন প্রকৃত মালিকের হাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ২৫ জনের মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে গিয়েছিল জেলার বিভিন্ন এলাকায়। এরপর সেই প্রাপকরা অভিযোগ দায়ের করে তাঁদের সংশ্লিষ্ট থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্তে নামে । তদন্ত করে তাঁরা উদ্ধার করে সেই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন।
অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সক্রিয় রয়েছে‘আমাদের অ্যান্টি ক্রাইম ইউনিট । আমাদের সেই টিমটি তদন্ত চালিয়ে উদ্ধার করে খোয়া যাওয়া মোবাইলগুলিকে। সেই মোবাইল গুলি খোয়া গিয়েছিল ভিন্ন ভিন্ন জায়গা থেকে। কোন চক্র এই চুরির পিছনে রয়েছে কিনা ইতিমধ্যেই তারও তদন্ত শুরু করেছে পুলিশ।’