মৃত্যুর অভিযোগ উঠলো চিকিৎসায় গাফিলতিতে , রোগীর পরিজনদের হাসপাতালে ভাংচুর মাথাভাঙ্গায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোচবিহারের মাথাভাঙায় উঠল ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ । রাগে ক্ষোভে মৃতের পরিবার চড়াও হয় এমনকি হাসপাতালের উপর । ভাংচুর করা হয় হাসপাতালেও। অভিযোগ, রোগীর আত্মীয় ও প্রতিবেশীরা খারাপ আচরণ করেন ডাক্তারদের সঙ্গে। মাথাভাঙ্গা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাথাভাঙ্গা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক রহমান (২৮)। তার হাত-পা ঠান্ডা হয়ে যায়। হলুদ হয়ে যায় পুরো শরীর। তড়িঘড়ি করে তাঁকে ভর্তি করা হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ফারুক অসুস্থ হয়ে পড়েন সাপের কামড়েই। পরিবারের অভিযোগ, ১ ঘন্টা চিকিৎসা চলার পর ফারুক রহমানের হাসপাতালেই মৃত্যু হয় । পরিবার আরও অভিযোগ করে, সাপের কামড়ে তাদের ছেলে অসুস্থ হয়েছিল । কিন্তু ডাক্তার চিকিৎসা করেছেন বিষ খাওয়ার । সেই ভুল চিকিৎসা করার জন্যই ফারুকের মৃত্যু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *