কোচিতে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, নৌসেনার তৎপরতায় রক্ষা পেল ১৮ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: সমুদ্রের বুকে ঘটে গেলো এক মহা বিপদ । কোচিতে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে ঘটে গেলো বিস্ফোরণ সেই সাথে লাগলো আগুন, ভারতীয় নৌসেনার তৎপরতায় অবশেষে রক্ষা পেল ১৮ জন । কোচি উপকূলে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। জানা গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেনার জাহাজ MV Wan Hai 503-এ অভ্যন্তরীণ একটি কন্টেনারে বিস্ফোরণের ফলে এদিন জাহাজে ব্যাপক আগুন ধরে যায়। ঘটনার পরেই ভারতীয় নৌসেনা, কোস্ট গার্ড,এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি মিলে একসমন্বিত সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান শুরু করে। ওই জাহাজে মোট ২২ জন ক্রু সদস্য ছিলেন। তারমধ্যে ১৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় বলে এদিন জানানো হয় ।ভারতীয় নৌসেনার এই দ্রুত পদক্ষেপ ও সঠিক সমন্বয়েই এদিন বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয় । বাকিদের উদ্ধারের জন্য এদিন বিশেষ অভিযান চলে নৌসেনার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *