কোটিপতি হলেন মাত্র ৩০ টাকার লটারি কেটে, খুশিতে পরম আপ্লুত বিজয়ী মহিলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : স্বামীহীন এক মহিলা, যিনি দীর্ঘদিন দুঃখ-কষ্টে জীবন কাটিয়েছেন, হঠাৎই লটারির টিকিটে কোটিপতি হয়ে উঠলেন। ভাগ্য যেন এক লহমায় তার সমস্ত দুঃখ মুছে দিয়েছে। একসময় যিনি দারিদ্র্যের সঙ্গে লড়তেন, আজ তিনি লাখপতি নয় — কোটিপতি! সত্যিই, ভাগ্য কোনদিন কার পাশে দাঁড়ায়, তা কেউ জানে না। লটারি কেটেছিলেন মাত্র ৩০ টাকা দিয়ে, ভেবেছিলেন কিন্তু একটা করবেন, কিন্তু এত টাকা পাবেন, ভাবতেই পারেননি। এমনকি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছেন না ওই মহিলা।তিনি জানান কিছু করব, ছেলেদের জন্য ভবিষ্যৎ তৈরি করে দেবো আমি। নিজে একটু ভালো থাকবো , এবং সবাইকে ভালো রাখব। আমি নিজে ভালোভাবে থাকতে চাই, অনেকটা বয়স পার করে এসেছি । এখন একটু আনন্দে থাকতে চাই। এদিকে তাকে তার এই জয়ের খবর দেন ওই পাড়ারই এক যুবক । তিনি এও জানান এই খবরটা শুনে পাগল হয়ে যাওয়ার মত অবস্থা হয়েছিল আমার। তবে এখন ভালো লাগছে , ভীষণ ভালো লাগছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *